প্রকাশিত: Tue, May 9, 2023 2:46 PM আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM
দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানাতে মান্নাকে পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া
সালেহ্ বিপ্লব: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাত সোয়া ৮টায় তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। সাক্ষাৎ শেষে বের হয়ে আসেন রাত ১০টার দিকে।
সরকার দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর দণ্ড স্থগিত করে নিজের বাসায় থাকার সুযোগ দেওয়ার পর দলের অনেক সিনিয়র নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কোনো দলের শীর্ষনেতা এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন।
কী নিয়ে আলোচনা হয়েছে, এই প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন; আমি তার স্বাস্থ্যের খবর নিয়েছি। তিনি আগের মতোই অসুস্থ। হাঁটতে, চলতে কষ্ট হচ্ছে।
রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন নিয়ে কথা হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে মান্না বলেন, আলোচনা তো অনেক কিছু নিয়েই হয়েছে। কিন্তু তিনি আমার মাধ্যমে কোনো নির্দেশনা দিয়েছেন, এটা বলা ঠিক হবে না। কারণ তিনি তার অবস্থানগত কারণেই এটা করবেন না। তবে তিনি জানতে চেয়েছেন আমরা কী করছি।
মান্না বলেন, আমি তাকে জানালাম, সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না, আমরা এই অবস্থানে অনড় থেকেই লড়াই করছি। তখন তিনি বললেন, আন্দোলন সফল করতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে। জনগণ এগিয়ে আসলেই দাবি আদায় সম্ভব হবে।
মান্না জানান, আমি তার কাছে জানতে চেয়েছিলাম, আন্দোলনের অংশ হিসেবে আমরা স্থানীয় সরকারে নির্বাচনে অংশ নিতে পারি কি না। তখন তিনি বলেন, তত্ত্বাবধায়কের দাবি আদায়ের আগে কোনো নির্বাচনে যাওয়া ঠিক হবে না।
তিনি বলেন, আলোচনার এ পর্যায়ে বেগম খালেদা জিয়া আমাকে বলেন, আপনার জনগণের কাছে যান। তাদেরকে ভোট বর্জন করার আহ্বান জানান। ভোটকেন্দ্র বর্জন করার আহ্বান জানান। আপনাদের দাবির সঙ্গে জনগণ যখন একাত্ম হবে, তখন সাফল্য আসবে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি